Information and Technology

সাইবার নিরাপত্তায় ওয়েব ব্রাউজার ব্যবহারে সতর্কতা ও করণীয়

তথ্যপ্রযুক্তির এই ক্রমবর্ধমান উন্নতি, প্রচার, প্রসার ও ব্যবহারের যুগে মানুষের কাছে বিভিন্ন ধরণের তথ্য এবং সেবা পৌছে দেওয়ার সহজ মাধ্যম হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেট ব্যবহার করে মানুষ ঘরে বসে পড়াশোনা থেকে শুরু করে পণ্য ক্রয় বিক্রয়, ব্যবসা বানিজ্য পরিচালনা, ভিডিও কলে কথা বলা, বাসার ইউটিলিটি (বিদ্যুত, পানি, গ্যাস) বিল পরিশোধ করা, এমনকি দৈনন্দিনের কাঁচাবাজার পন্য সামগ্রী ক্রয় করতে পারছেন।

Cyber Security

ইন্টারনেটের মাধ্যমে তথ্য ও সেবা পাওয়ার জন্য বর্তমানে বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকলেও সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়েব ব্রাউজার, যা প্রায় প্রত্যেক কম্পিউটার এ অপারেটিং সিস্টেমের সাথে ইন্সটল্ড (Installed) থাকে। বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার থাকলেও বহুল ব্যবহৃত ও উল্লেখযোগ্য হচ্ছে মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox), গুগল ক্রোম (Google Chrome), অ্যাপল সাফারি (Apple Safari), অপেরা (Opera), ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer), মাইক্রোসফট এজ (Microsoft Edge) ইত্যাদি।

মোবাইলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

বর্তমান প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষও ডিজিটালের উপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছে। বাড়িতে বসেই এখন ফোনের বিল, ইলেকট্রিক বিল মেটানো যায়। তাছাড়া অনলাইন শপিং, নেট ব্যাংকিং তো রয়েইছে। কিন্তু প্রযুক্তির অপব্যবহারের উদাহরণও বারবার উঠে এসেছে শিরোনামে। হ্যাকারদের থেকে নিজের ডেটা সুরক্ষিত রাখাটা বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তবে পুরোটাই আপনার সচেতনতার উপর নির্ভর করছে। আপনার সুবিধার জন্য এই প্রতিবেদনে রইল এমন কয়েকটি টিপস যা অনলাইনে লেনদেনের সময় আপনার ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখবে।
Lock, Mobile Lock, Mobile Lock

পুরাতন কম্পিউটার ফার্স্ট রাখতে করণীয়

দু’বছরের পুরনো কম্পিউটারে আর কাজ করতেই পারছেন না অথবা নতুন কেনা ল্যাপটপ চালু হতেই ১০ মিনিট লেগে যায়? ল্যাপটপ বা কম্পিউটারের এ রকম অনেক ধরনের সমস্যার অনেকটাই আপনি নিজে খুব সহজে মিটিয়ে ফেলতে পারেন। দরকার শুধু একটু নিয়মিত যত্ন আর চেকআপ। চলুন তাহলে জেনে নেয়া যাক কি কি নিয়ম পালন করলে পুরনো কম্পিউটার ফার্স্ট রাখা যায়-

১. তাপমাত্রা:

সাধারণত আমরা খেয়াল করি না কম্পিউটারের ভিতরে কী চলছে। এক-দুই বছরের পুরনো কম্পিউটার স্বাভাবিক ভাবেই সিপিইউ (CPU)-এর উপর যে কুলার থাকে সেখানে ধুলো জমে কুলিং-এর কাজে ব্যাঘাত ঘটায়। এ ছাড়াও ঐ ফ্যানের নীচে আর সিপিইউ (CPU)-এর মাঝে একটা পাতলা থার্মাল পেস্টের লেয়ার থাকে, সময়ের সঙ্গে সঙ্গে সেটাও কিছুটা শুকিয়ে আসে। ফলে সিপিইউ থেকে তাপ কুলার পর্যন্ত পৌঁছাতে পারে না।

Loading, Load, Informarion, Info, Tech,

সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট কিভাবে নিরাপদ রাখবেন

বর্তমান সময়ে আমরা প্রযুক্তির দিক দিয়ে অনেক বেশি এগিয়ে গিয়েছি। এই প্রযুক্তির সাহায্যে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি একটিভ হয়েছি। এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট নেই এমনলোক খুঁজে পাওয়া কঠিন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এতো সম্পৃক্ততা থাকার পরেও কয়জন আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে সচেতন সে প্রশ্ন মনে রয়েই যায়।
IT, Institute, Social Media, Hack, Info, Media

চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার কারণ ও সমাধান

বর্তমান বাজারের প্রায় প্রতিটি স্মার্টফোনই দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার সক্ষমতা দাবি করে। একটি সাধারণ স্মার্টফোনের ব্যাটারীর চার্জ ৭-৮ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। একটি স্মার্টফোন কতক্ষণ পর্যন্ত চার্জ ধরে রাখতে সক্ষম, এই বিষয়টি যারা স্মার্টফোন ক্রয় করে থাকেন, তাদের কাছে মূখ্য একটি বিবেচনার বিষয়।
Mobile Charger, Charger, Charge, Android, Info, Inforation

ভিপিএন ব্যবহারের যে ৫টি কারণ সবার জানা উচিত

VPN হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। VPN এর মাধ্যমে আপনি একটা ভার্চুয়াল লোকেশন ব্যবহার করে বিশ্বের যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন।

এর আগে অনেকেই হয়তো ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) নামের এই টুলটি ইন্টারনেট ও সিকিউরিটি এর জন্য ব্যবহার করেছেন। অনেক সময় পরিস্থিতির ভিপিএন ব্যবহার করাটা জরুরি হয়ে পড়ে। 
VPN, Connect, PC, Social Connect

ডাউনলোডের আগেই 'ভুয়া অ্যাপ' চিনার উপায়

তথ্য-প্রযুক্তির কল্যাণে এখন হাতে হাতে স্মার্টফোন। আর স্মার্টফোন ব্যবহারের অধিকাংশ সুযোগ-সুবিধাই আমরা পেয়ে থাকি নানা ধরণের অ্যাপ ব্যবহার করে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছু ভুয়া অ্যাপ ডাউনলোড করে ফেলি। প্লে-স্টোর কিংবা অ্যাপ স্টোর- পছন্দের অ্যাপ খুঁজতে গিয়ে ভুয়া ডাউনলোডের অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। তবে সহজ কিছু বিষয় মনে রাখলেই এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।ভুয়া অ্যাপ থেকে বাঁচার উপায় সম্পর্কে পাঁচটি পদ্ধতি পাঠকদের জন্য জন্য তুলে ধরা হলো-
Apps, Mobile Apps, Apps, download

অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে যেভাবে কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায়

বর্তমান যুগে স্মার্টফোন দিয়ে প্রায় সবকিছুই করা যায়। কিন্তু আপনি জানেন কি, ছোট এই ডিভাইসটি দিয়ে কম্পিউটারও নিয়ন্ত্রণ করতে পারবেন?
 
Control, Access by Mobile, Computer Control
 
শুনতে অবাক লাগলেও এটা সত্যি। আপনি দুটো পদ্ধতিতে এ কাজ করতে পারেন। রিমোট ডেস্কটপ কানেকশন ফিচারের সাহায্যে করতে পারেন এবং টিম ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমেও করতে পারেন। এটা দিয়ে স্মার্টফোনের মাধ্যমে আপনি যেকোন ফাইলে ঢুকতে পারবেন এবং যেকোন ধরনের কাজ করতে পারবেন।

Most View

মোবাইলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

বর্তমান প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষও ডিজিটালের উপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছে। বাড়িতে বসেই এখন ফোনের বিল , ইলেকট্র...