তথ্যপ্রযুক্তির এই ক্রমবর্ধমান উন্নতি, প্রচার,
প্রসার ও ব্যবহারের যুগে মানুষের কাছে বিভিন্ন ধরণের তথ্য এবং সেবা পৌছে দেওয়ার সহজ
মাধ্যম হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেট ব্যবহার করে মানুষ ঘরে বসে পড়াশোনা থেকে শুরু
করে পণ্য ক্রয় বিক্রয়, ব্যবসা বানিজ্য পরিচালনা, ভিডিও কলে কথা বলা, বাসার ইউটিলিটি
(বিদ্যুত, পানি, গ্যাস) বিল পরিশোধ করা, এমনকি দৈনন্দিনের কাঁচাবাজার পন্য সামগ্রী
ক্রয় করতে পারছেন।
ইন্টারনেটের মাধ্যমে তথ্য ও সেবা পাওয়ার জন্য
বর্তমানে বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকলেও সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ওয়েব ব্রাউজার, যা প্রায়
প্রত্যেক কম্পিউটার এ অপারেটিং সিস্টেমের সাথে ইন্সটল্ড (Installed) থাকে। বিভিন্ন
ধরনের ওয়েব ব্রাউজার থাকলেও বহুল ব্যবহৃত ও উল্লেখযোগ্য হচ্ছে মজিলা ফায়ারফক্স
(Mozilla Firefox), গুগল ক্রোম (Google Chrome), অ্যাপল সাফারি (Apple Safari), অপেরা
(Opera), ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer), মাইক্রোসফট এজ (Microsoft
Edge) ইত্যাদি।