Information and Technology: ডাউনলোডের আগেই 'ভুয়া অ্যাপ' চিনার উপায়

ডাউনলোডের আগেই 'ভুয়া অ্যাপ' চিনার উপায়

তথ্য-প্রযুক্তির কল্যাণে এখন হাতে হাতে স্মার্টফোন। আর স্মার্টফোন ব্যবহারের অধিকাংশ সুযোগ-সুবিধাই আমরা পেয়ে থাকি নানা ধরণের অ্যাপ ব্যবহার করে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছু ভুয়া অ্যাপ ডাউনলোড করে ফেলি। প্লে-স্টোর কিংবা অ্যাপ স্টোর- পছন্দের অ্যাপ খুঁজতে গিয়ে ভুয়া ডাউনলোডের অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। তবে সহজ কিছু বিষয় মনে রাখলেই এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।ভুয়া অ্যাপ থেকে বাঁচার উপায় সম্পর্কে পাঁচটি পদ্ধতি পাঠকদের জন্য জন্য তুলে ধরা হলো-
Apps, Mobile Apps, Apps, download
১. সর্বদা অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন
সর্বদা শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকেই অ্যাপগুলো ডাউনলোড করুন হয়ত অনেক সময় আপনি অন্যান্য জায়গা থেকেও অ্যাপ ডাউনলোড করার সুযোগ পাবেন কিন্তু যতটা সম্ভব অ্যাপ ডাউনলোডের ওই উৎসগুলোকে এড়িয়ে চলুন যদিও অফিসিয়াল অ্যাপ স্টোরগুলোতেও অনেক সময় ক্ষতিকারক অ্যাপ খুঁজে পাওয়া যায় তবে অফিসিয়াল অ্যাপ স্টোর কর্তৃপক্ষ সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলতে সচেষ্ট থাকেন তাই সর্বদা অফিসিয়াল অ্যাপ স্টোরগুলোর উপরই ভরসা রাখুন এবং এতে করে ভুয়া অ্যাপ ডাউনলোডের সম্ভাবনা অনেকাংশেই হ্রাস পাবে

২. অ্যাপ এর বিবরণ পড়ুন
ভুয়া অ্যাপ থেকে দূরে থাকতে প্রথমেই ডেসক্রিপশন দেখা প্রয়োজন। অর্থাৎ অ্যাপ খুঁজে বের করেই ডাউনলোড নয়। আগে অ্যাপ ডিসক্রিপশন পড়ে দেখুন। কোনো অ্যাপে প্রচুর বানান বা ব্যাকরণগত ভুল খুঁজে পেয়েছেন? এক্ষেত্রে এটিকে ভুয়া অ্যাপের একটি সম্ভাব্য ইঙ্গিত হিসেবেই ধরে নিতে পারেন। এতে কোনো সন্দেহ নেই যে, কোনো বিশ্বস্ত ডেভেলপার এ ধরনের ভুল করবে না। বেশি সময় লাগে না। তাই পড়ে ঠিক মনে হলে তবেই এগিয়ে যান।

৩. ডেভেলপারের ব্যাকগ্রাউন্ড যাচাই করুন
অ্যাপ ডেভলপার ও তাদের ওয়েবসাইটের নাম দেখে নিন অথবা অ্যাপ স্টোরের বিবরণ থেকে তার সম্পর্কে জানার চেষ্টা করুন। নাম দেখে সন্দেহ হলে গুগলে গিয়ে দ্বিতীয়বার চেক করুন। এক্ষেত্রে যদি সন্দেহজনক কিছু খুঁজে পান- যেমন যদি তাদের কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল না থাকে, তাহলে সেই অ্যাপটি ডাউনলোড না করাটাই বুদ্ধিমানের কাজ হবে।

৪. রিভিউগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন
কোনো অ্যাপ ডাউনলোডের আগে অবশ্যই রিভিউ ও রেটিং দেখে নিন। যদি কোনো অ্যাপ ভুয়া হয়ে থাকে তবে নির্দিষ্ট কিছু রিভিউ এ কেউ না কেউ তা স্পষ্টভাবে উল্লেখ করবেনই। তবে মনে রাখবেন, ভুয়া রিভিউও থাকে। তা সতর্ক হয়েই পড়বেন।

৫.ডাউনলোডের সংখ্যাকেও বিবেচনা করুন
কোনো অ্যাপ আসল না ভুয়া তা যাচাই করার এটি খুবই ভালো একটি সূচক যদি ডাউনলোডের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে তবে এটি কখনই সম্ভব নয় যে এত বিপুলসংখ্যক মানুষ এর মাধ্যমে প্রতারণার স্বীকার হয়েছেন
Download, Downloading, App Download

৬. থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড না করাই ভালো
থার্ড পার্টি স্টোর্স থেকে অ্যাপ ডাউনলোড করবেন না। অর্থাৎ মেইল বা মেসেজে লিংক পেলেন অ্যাপ ডাউনলোড করার। সঙ্গে সঙ্গে ক্লিক করবেন না। অ্যাপ পছন্দ হলে অ্যাপ/প্লে স্টোরে যান। অ্যাপটি খুঁজে বের করুন, তারপর ডাউনলোড করুন।

৭. মোবাইলের অ্যান্টিভাইরাস নিশ্চিৎ করুন
সবার মোবাইলে অ্যান্টিভাইরাস নিশ্চয়ই রয়েছে? আজকের সময়ে প্রায় সবার স্মার্টফোনেই থাকে। তাই অ্যাপ ইনস্টল করার পর অ্যান্টি ভাইরাস দিয়ে স্ক্যান করিয়ে নিন।

Mc Afee, Avast, Norton, Antivirus, Virus, Avast

তবে মনে রাখবেন, উপরের পয়েন্টগুলোই একটি অ্যাপ আসল না ভুয়া তা যাচাই করার জন্য ধ্রুবক নয়। এছাড়াও এক্ষেত্রে আরো বিভিন্ন উপায়ে চেষ্টা করা যেতে পারে। যাহোক, যাচাই না করে শুধুমাত্র অন্ধবিশ্বাসে কোনো অ্যাপ ডাউনলোড করার চেয়ে এই পয়েন্টগুলো অনুসরণ করে তা যাচাই করেই ডাউনলোড করাটাই উত্তম নয় কি?

No comments:

Post a Comment

Most View

মোবাইলে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

বর্তমান প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষও ডিজিটালের উপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছে। বাড়িতে বসেই এখন ফোনের বিল , ইলেকট্র...