বর্তমান যুগে স্মার্টফোন দিয়ে প্রায় সবকিছুই করা যায়। কিন্তু আপনি জানেন কি,
ছোট এই ডিভাইসটি দিয়ে কম্পিউটারও নিয়ন্ত্রণ করতে পারবেন?
শুনতে অবাক লাগলেও এটা সত্যি। আপনি দুটো পদ্ধতিতে এ কাজ করতে পারেন। রিমোট ডেস্কটপ
কানেকশন ফিচারের সাহায্যে করতে পারেন এবং টিম ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমেও করতে পারেন।
এটা দিয়ে স্মার্টফোনের মাধ্যমে আপনি যেকোন ফাইলে ঢুকতে পারবেন এবং যেকোন ধরনের কাজ
করতে পারবেন।
টিম ভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে যদি করতে চান তাহলেঃ
প্রয়োজনীয় সরঞ্জাম-
- আপনার কম্পিউটারে
অবশ্যই টিম ভিউয়ার সফটওয়্যারের সর্বশেষ ভার্সনটি ইন্সটল থাকতে হবে।
- স্মার্টফোনে টিম ভিউয়ার অ্যাপটি ইনস্টল থাকতে হবে
- অবশ্যই ইন্টারনেট
কানেকশন থাকতে হবে।
যেভাবে নিয়ন্ত্রন করবেনঃ
প্রথমত ২ টা
ডিভাইসেই টিম ভিউয়ার সফটওয়্যারটি চালু করতে হবে। কম্পিউটারের টিম ভিউয়ার সফটওয়্যার
পর্দায় একটি ইউজারনেম ও পাসওয়ার্ড প্রদর্শন করবে। সেটা নিয়ে আপনার স্মার্টফোনে পার্টনার
আইডি ঘরে লিখে রিমোর্ট কন্ট্রোল এ ক্লিক করতে হবে। তারপর আপনার কাছে পাসওয়ার্ড চাবে,
সেখানে আপনার কম্পিউটারে প্রদর্শিত পাসওর্য়াড টি দিয়ে ওকে করলে আপনার মোবাইলে কম্পিউটার
স্ক্রিন টি প্রদর্শন করবে। সেখানে আপনি আপনার মতো করে নিয়ন্ত্রন করতে পারবেন আপনার
কম্পিউটার। এমনকি যে কোন ফাইল ও আদান প্রদান করতে পারবেন।
রিমোট ডেস্কটপ কানেকশন ফিচারের মাধ্যমেঃ
এই ফিচার আরডিপি (রিমোট
ডেস্কটপ প্রটোকল) ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের কম্পিউটার নিয়ন্ত্রণের সুযোগ দেয়। লোকাল নেটওয়ার্ক বা ইন্টারনেটের
সাহায্য নিয়ে স্মার্টফোন দিয়ে
কাজটি করতে পারবেন আপনি।
প্রয়োজনীয় সরঞ্জাম-
• গুগল ক্রোমের সর্বশেষ ভার্সনটি অবশ্যই
আপনার
কম্পিউটারে চালু
থাকতে
হবে।
• স্মার্টফোনে ক্রোম
রিমোট
ডেস্কটপ অ্যাপ
ইনস্টল
থাকতে
হবে।
• দুটি
ডিভাইসে ইন্টারনেট সংযোগ
থাকতে
হবে।
যেভাবে নিয়ন্ত্রন করবেনঃ
টিম
ভিউয়ার
সফটওয়্যারের চেয়ে
এই
প্রক্রিয়াটি একটু
জটিল।
আপনাকে
তাই
মনযোগের সহিত
কাজটি
করতে
হবে।
ধাপ
গুলো
মেনে
কাজ
করুনঃ
১। অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগল
প্লেলে
স্টোরে প্রবেশ করে ‘ক্রোম রিমোট
ডেস্কটপ’ অ্যাপটি ডাউনলোড করতে
হবে।
এরপর
আপনার
কম্পিউটারে ও
‘ক্রোম
রিমোট
ডেস্কটপ’ ডাউনলোড ও
ইনস্টল
করতে
হবে।
২। আপনার কম্পিউটারের ক্রোম
ব্রাউজারের অ্যাড্রেস বারে
‘chrome://apps’ লিখে
এন্টার
বাটনে
চাপ
দিন।
এরপর
‘ক্রোম
রিমোট
ডেস্কটপ’ আইকনে
ক্লিক
করুন।
এরপর
‘মাই
কম্পিউটার্স’ অপশন
থেকে
‘গেট
স্টারটেড’ সিলেক্ট করতে
হবে।
৩। এখানে স্বয়ংক্রিয়ভাবে একটি
ফাইল
ডাউনলোড হবে।
ডাউনলোডের পর
সেটা
ইনস্টল
করুন।
এই
প্রক্রিয়া শেষ
হলে
এক্সটেনশনে ফিরে
যান।
এবার
‘Enabling Remote Connections’ এ
ক্লিক
করতে
হবে
এবং
নতুন
একটি
পিন
সেট
করে
‘OK’
বাটন
চাপতে
হবে।
৪। স্মার্টফোনে থাকা
ক্রোম
রিমোট
ডেস্কটপ অ্যাপটি ওপেন
করে
‘পিসি’
অপশনে
যেতে
হবে।
এক্ষেত্রে আগের
ধাপে
কম্পিউটারে সেট
করা
পাসওয়ার্ডটি এখানে
দিয়ে
কানেকশন নিশ্চিত করুন।
এরপরই
আপনি
স্মার্টফোন দিয়ে
কম্পিউটার নিয়ন্ত্রণ করতে
পারবেন।
এভাবে স্মার্টফোন দিয়ে আপনার কম্পিউটার নিয়ন্ত্রন করতে পারেন খুব সহজে।
No comments:
Post a Comment